কে কে ‘অভ্র’ দিয়ে বাংলা কম্পোজ করতে শিখেছেন? ‘অভ্র’এর নির্মাতা কে?

1 Answers   2.8 K

Answered 2 years ago

২০০৩ সালের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মেহেদি হাসান খান নামে এক বড় ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অভ্র। সারারাত জেগে উনি এই কাজ করতেন। একদিকে মেডিকেল কলেজের পড়াশোনার চাপ অন্যদিকে এত বড় একটা Challenge এইটি উপেক্ষা করেই তিনি সংগ্রাম করে কাজ চালিয়ে জান এবং সফলও হন। ২৬ মার্চ ২০০৩ সালে তিনি এটি উন্মুক্ত করে দেন ।আমরা তাকে ডাক্তার+ইঞ্জিনিয়ার= ডাইঞ্জিনিয়ার বলে থাকি। শুরুতে এটিতে অনেক বাগ ছিল পরবর্তীতে Rifat Un Nabi, Tanbin Islam Siyam, Ryan Kamal, Shabab Mustafa, Nipon Haque অভ্র নিয়ে কাজ করেন। অনেক চড়াই উতরাই পার হয়ে ২১ ফেব্রুয়ারী ২০১৪ সালে অভ্র 5.5.0 ভার্সন Stable ভার্সন হিসেবে রিলিজ হয়।

এটি যে কি উপকার করেছে তা বলে বোঝানো যাবে না। আমার বাংলা Quora এর বাইরে তেমন বাংলা লিখার প্রয়োজন হয় না। এই জন্য অভ্র দিয়েই কাজ চলে যায়। কারণ আমি বাংলিশ লিখি অভ্রতে আর তাতেই বাংলা হয়ে যায়। কি মজা! এ যেন দারুন এক বাংলা লিখার অস্ত্র । হয়ত অভ্র না থাকলে কষ্ট করে বিজয় শিখতামও না আর বাংলাতে লিখালিখি করতামও না। এর জন্য আমাকে কোন আলাদা ভাবে কিছু শিখতে হয় নাই। ইংলিশ যে টাইপিং শিখেছি তাতেই চলে যাচ্ছে।


Bappy Adnan
bappyadnan
334 Points

Popular Questions