কেমন ধরনের কথা বললে, একটা মেয়ে একটি ছেলের প্রতি আরো দুর্বল হয়ে পড়ে?

1 Answers   8.2 K

Answered 2 years ago

ব্যক্তি বুঝে দুর্বলতার সংজ্ঞা আলাদা। মেয়েরা তার চাইতে সুন্দর, স্মার্ট, শিক্ষিত ছেলেদের পছন্দ করে।

একটা উদাহরণ দেয়, একজন ঘামেভেজা কালো কাজ করা ছেলে দেখলে মেয়েরা তার প্রতি আর্কষণ জন্মাবে না।আর একজন স্মার্ট সুট পরা ছেলে অবশ্যই আর্কষণ জন্মাবে।

যা যা করলে দুর্বল হতে পারে -

    তাকে নক দিবেন। প্রতিদিন আগে নক দিবেন। কারণ মেয়েরা নক পেতে পছন্দ করে, দিতে পছন্দ করে না। আপনার একটা নক তার ছোট্ট একটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
    তার গুণ গুলো বেশি বেশি বলবেন। অনেক প্রসংশা করবেন।
    যদি অফলাইনে হয় তার সাথে কথা বলার চেষ্টা করবেন। মেয়েরা সেই ছেলের প্রতি আর্কষণ তৈরি করে যে তার সাথে কথা ব'লে।
    তার পরিবারের খোঁজ খবর নিবেন। সে যাকে বেশি ভালোবাসে তাকে আপনিও ভালোবাসবেন।
    তাকে প্রচুর হাসাবেন।
    তার কাছে কবি হয়ে যাবেন। যতটা রোমান্টিক হওয়া যায়।
    উপহার দিবেন। মেয়েরা উপহার পেতে পছন্দ করে। যে উপহার দেয় তার প্রতি দুর্বল হবেই।

( বিঃদ্রঃ আমি প্রেমটেম করি না।তাই এতো বেশি অভিজ্ঞ নয়।)

Himel Ahmed
Himel Ahmed
630 Points

Popular Questions