Answered 2 years ago
কম্পিউটার অফ হয়ে যায় ? মানে কী?
আপনার আইপিএস যদি আন্ডার কেপাসিটির হয়ে থাকে সেক্ষেত্রে আইপিএস এর সার্কিট ব্রেকার ট্রিপ করে পিসি বন্ধ হয়ে যাবে। আর যদি পিডিবি ও আইপিএস পাওয়ার সুইচিং/ট্রান্সফার এর সময় পিসি বন্ধ হয়ে যায় তবে আপনার আইপিএস ভাল মানের নয়। এক্ষেত্রে আইপিএস কেনার সময় ট্রান্সফার টাইম দেখে নিতে হবে।
jewel publisher