কেন ভালোমানের IPS থাকা সত্ত্বেও বিদ্যুৎ নেওয়ার পর কম্পিউটার অফ হয়ে যায়? ৩৪ ইঞ্চি+২৪ইঞ্চি দুইটা মনিটর এবং intel core i3 এই কনফিগের মনিটর কত ওয়াটের বিদ্যুৎ ব্যয় করে?

1 Answers   7.5 K

Answered 2 years ago

কম্পিউটার অফ হয়ে যায় ? মানে কী?

আপনার আইপিএস যদি আন্ডার কেপাসিটির হয়ে থাকে সেক্ষেত্রে আইপিএস এর সার্কিট ব্রেকার ট্রিপ করে পিসি বন্ধ হয়ে যাবে। আর যদি পিডিবি ও আইপিএস পাওয়ার সুইচিং/ট্রান্সফার এর সময় পিসি বন্ধ হয়ে যায় তবে আপনার আইপিএস ভাল মানের নয়। এক্ষেত্রে আইপিএস কেনার সময় ট্রান্সফার টাইম দেখে নিতে হবে।


Jewel
jewel
279 Points

Popular Questions