কেন ভার্জিন থাকা প্রয়োজন?

1 Answers   2.1 K

Answered 1 year ago

বর্তমানে ভার্জিন থাকা খুব প্রয়োজন, আমি শারীরিকভাবে কুমার থেকে জীবন কাটানো অনেক সম্মানের। আর বিয়ের পর তা এমনিতেই কুমার ব ভার্জিনতা চলে যায়। তাই কম বয়সে তা ক্ষয় করা খুবই অসৎ কাজ হবে অন্তত নিজের পক্ষে। আর হিন্দুশাস্ত্রীয় ব্যাখায় ব্রহ্মচর্য্য বা কুমারত্ব বজায় রাখলে তার রাজযোগ প্রাপ্তি হয়। স্বামী বিবেকানন্দ তা বলে গেছেন।
Sazib
Sazib
311 Points

Popular Questions