কেন বিয়ে করবেন না? বলা যাবে কি?

1 Answers   8.9 K

Answered 2 years ago

নিজেকে বিভিন্ন দায়িত্ব-কর্তব্য থেকে বিরত রাখতে এককথায় স্বাধীনতাকে বিয়ে না করাটাই শ্রেয়। এটা বিভিন্ন মানসিকতার উপর নির্ভর করে। তবে এক্ষেত্রে অনেক ব্যতিক্রম আছে যেমন অনেকে আছে রাজনীতিতে লিপ্ত হয়ে বিভিন্ন দায়িত্ব-কর্তব্যের ফলে বিয়ে করেন না। আবার এমন অনেক আছে যারা বিয়ে করার পরেও 80 পার্সেন্ট স্বাধীন এরকম আমার একজন পরিচিত আছে।যদিও তার স্ত্রী তাকে এই ব্যাপারে কোনো বাধা দেয় না। আমি কিন্তু উপরের তত্ত্বে বিশ্বাসী। মানে একদম স্বাধীন থাকার চেষ্টা।

Srijon
srijon
241 Points

Popular Questions