কেন বাংলাদেশে কোনো রাজ্য নেই?

1 Answers   1.8 K

Answered 1 year ago

শতকের আশির দশকে এরশাদ সরকার দেশকে আটটা প্রদেশে ভাগ করার পরিকল্পনা করেন, কিন্তু সেটা বাস্তবায়ন করার আগেই তাকে ক্ষমতা ছাড়তে হয়। এরপর অবশ্য অনেকেই একাধিকবার দেশকে রাজ্যে ভাগের দাবি জানায় কিন্তু এরশাদের পর আর কোনো রাষ্ট্রপ্রধানই এই দাবিতে ফিরে আসেনি। করবেও না। কেউই চায়না ক্ষমতায় থেকে ক্ষমতা হারাতে। দেশ এখন চলে এক সরকারে, রাজ্য হলে অঞ্চলের বেশিরভাগ ক্ষমতাই চলে যাবে রাজ্য সরকারের হাতে। অনেক গুলো ভালোমন্দ কারণে দেশকে রাজ্যে ভাগ করার পক্ষে সরকার না। দেশকে রাজ্যে ভাগ করলে দেশের মধ্যে বিচ্ছিন্নতাবাদী অনেক দল নাড়া দিয়ে উঠবে। অনেকে হয়তো রাজ্য থেকে স্বায়ত্তশাসনের দাবি তুলবে, কেউ কেউ আলাদা স্বাধীন দেশের দাবিও তুলতে পারে। ছোট্ট একটা এক ভাষায় চলা এক সরকারের দেশে কি দরকার ভাই এত ঝামেলা করার। চলছে চলুক। আগ্রহ থাকলে রাজধানী পরিবর্তন নিয়ে কথা বলুন। একাধিক রাজধানী হলেও অন্তত প্রাণের ঢাকা প্রাণে বাঁচে।
Megla Akash
meglaakash
299 Points

Popular Questions