Answered 2 years ago
বাংলাদেশে তালিকাভুক্ত ব্যাংক প্রতিষ্ঠানের সংখ্যা ৬১ টি। এদের মধ্যে ০৬টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ০৩টি বিশেষায়িত ব্যাংক ও ০৯টি বিদেশি ব্যাংক। অন্যদিকে অ-তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ০৫ টি।
পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংকের সংখ্যা সবচেয়ে বেশি। ২০১৯ সালে ১৫৮ দেশের মধ্যে করা এক সমীক্ষায় দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংকের সংখ্যা ৪,৪৮৮ টি। এরপর রাশিয়া ও যুক্তরাজ্যের অবস্থান। প্রসঙ্গত বলা যায়, সবচেয়ে ধনী ব্যাংক হচ্ছে চীনের দি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না লিমিটেড। তবে ব্যাংকের জন্য সবচেয়ে সুপরিচিত দেশ হচ্ছে সুইজারল্যান্ড। অন্যদিকে, ০৯ টি দেশের কোন কেন্দ্রীয় ব্যাংক নেই। দেশগুলো হচ্ছে Andorra, Isle of man, Kiribati, Marshall Islands, Micronesia, Monaco, Nauru, Palau ও Tuvalu,
admin publisher