কেন ঢাকাকে বাংলাদেশের রাজধানী বলা হয়েছে?

1 Answers   12.6 K

Answered 1 year ago

বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর ও রাজধানীর নাম ঢাকা। ১৯৮২ সালের পূর্বে ঢাকাকে ইংরেজিতে ‘ডাক্কা’ অর্থাৎ ‘Dacca’ এই নামে ডাকা হত। এখনও অনেক ইংরেজি ভাষাভাষীর মানুষ বা বিদেশীরা ঢাকাকে অনেক সময় ডাক্কা নামেই উচ্চারণ করে থাকে। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী ঢাকাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা দেয়া হয়। রাজধানী হিসেবে বাংলাদেশের মানুষের আকর্ষণ সব সময়ই ঢাকা কেন্দ্রিক। কে না চায় রাজধানীর বুকে নিজের একটু ঠাই গড়তে? তাই তো প্রতিদিন হাজারও মানুষ জীবনের তাগিদে ছুটে আসে ঢাকায়, কেউবা কাজের সন্ধানে তো কেউবা কাজ করতে। কেউ হয়ত আসে রাজধানীর চিত্র উপভোগ করতে তো কেউ আবার আসে রাজধানীর বুকে নিজের নাম গড়তে। রাজধানীর বুকে একেক মানুষের একেক চাহিদা। কালক্রমে ঢাকায় মানুষের চাপ বাড়ছে। আর তাই এর আয়তন ও বাড়ানো হচ্ছে। বর্তমান ঢাকা আবার পরিচিত নতুন আর পুরাতন ঢাকা নামে। যদিও এর ইতিহাস জড়িয়ে আছে এখনও পুরান ঢাকাতেই।
Sopner Sathi
sopnilsopno24
125 Points

Popular Questions