কেন ছেলেমেয়েদের ইন্টারনেটের ব্যাপক ব্যবহার থেকে দূরে রাখা উচিত?

1 Answers   13.7 K

Answered 2 years ago

বর্তমান পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস্ । তার মাইক্রোসফট কোম্পানি সারা পৃথিবীর ইন্টারনেট কিভাবে দখল করে রেখেছে তা কারু অজানা নেই। অথচো তার সন্তানদের তিনি দিনে ৪৫ মিনিটের বেশি কম্পিউটার ব্যবহার করতে দেন না। শুধু এটাই নয় সন্তানদের বয়স ১৪ হবার পূর্বে তাদের স্মার্টফোন-ই কিনে দেন নাই।

সাপ্তাহিক মিরর সংবাদমাধ্যমে তিনি জানান, "আমার সন্তানদের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেই, সেই সময়ের বাইরে তারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত এমন কোনো গ্যাজেট ব্যবহার করতে পারবে না। আমার সন্তানরা ঠিকমতো ঘুমায় কিনা, পিতা হিসেবে ইহার খোঁজ রাখা আমার কর্তব্য। "

দুর্ভ্যাগের বিষয় হলো, নিজের সন্তানদের ঘুম হচ্ছে কিনা সে বিষয়ে বিল গেটস্ নিশ্চিত হলেও তার দেশের লক্ষ লক্ষ টিনএজার-দের ঘুম হলো কিনা সে বিষয়ে তার কোনো টেনশন নেই।

বিল গেটস্ আরো বলেন, "খাবার টেবিলে আমরা মোবাইল নিয়ে যাই না, বাচ্চারা যাতে হোমওয়ার্ক ঠিকমতো করে, বাস্তব বন্ধুদের সঙ্গে গঠনমুলুক সময় কাটায় পিতা হিসেবে সেটার খবর আমি সবসময় রাখি। "

এমনও খবর আছে নিজের কিডনি বিক্রি করে, কিছু তরুণ আই-ফোন কিনেছে। যে গ্যাজেট নিয়ে এত মাতামাতি, তার কর্ণধার এপলের নির্মাতা স্টিভ জবস কিন্তু নিজের সন্তানদের আই-প্যাড ব্যাবহার করতে দেন নাই।

আই-প্যাড বাজারে আসার পর স্টিভ জবস-কে জিজ্ঞাসা করা হয়েছিল,"এটা কি আপনার সন্তানরা পছন্দ করেছে ?"

স্টিভ জবস উত্তর দিয়েছিলেন," না তারা এটা ব্যবহার করতে পারবে না, তারা কোন বয়সে কোন লেভেলের প্রযুক্তি ব্যবহার করবে তার সীমানা আমি বেঁধে দেই। "

ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নবজাতক শিশুর সাথে সময় কাটানোর সময় তাকে কোনো মোবাইলের অ্যানিমেশন দেখার পরিবর্তে তাকে দেখাচ্ছেন "Quantum Physics for Babys" বই। যদিও তিনি প্রতিটি শিশুর জন্য নিয়ে এসেছেন massanger Kids (১৩ বছরের নিচের শিশুর জন্য) কিন্তু নিজের ঘরের জন্য ব্যাতিক্রম নিয়ম।

বলাবাহুল্য, Google, Apple ,YaHoo ইত্যাদির মতো অথোরিটিরা তাদের সন্তানদের এমন স্কুলে পড়াশোনার জন্য পাঠান যেখানে প্রযুক্তির ব্যবহারের একটি নির্দিষ্ট সীমা আছে। সেখানে তারা সম্পর্ণরূপে বিকশিত হবার সুযোগ পাবে।

ইউটউবের CEO সুজান উসিকি তার সন্তানদের খেলাধুলায় ও বইপড়ার উৎসাহিত করেন।

ইন্টারনেটের সুবিধা অসুবিধা দুটোই আছে, তবে আমি যদি অসুবিধার বিষ্লেশন করে হাজারো যুক্তি দিয়ে আপনাকে বুঝতাম এই জন্য আপনার সন্তানকে ইন্টারনেট থেকে দূরে রাখুন। আশা করি সেটা ভালো হতো না। কারণ এমন কথা আপনি শুনেছেন এবং নিজেও জানেন। শুধু অর্থ থাকলেই সবকিছু ব্যবহার করতে হবে, এমনটা নয়। কেন উচিত নয় অবশ্যই বুঝেছেন।

আশা রাখি আপনি আপনার সন্তানদের সেভাবেই মানুষ করবেন যাতে তারা পূর্ণ বিকাশের সুযোগ পায়।


Rasel Rana
raselrana343
383 Points

Popular Questions