কেন গুগলকে ভালোবাসেন?

1 Answers   12.3 K

Answered 2 years ago

ইউটিউবে একটি শো ওয়েব সিরিজ দেখছিলাম। মাঝপথে ফোন আসায় একটা কাজে উঠে যেতে হয়। তারপরের দিন ডেস্কটপে ইউটিউব খুলতেই হোম পেজে চলে কন্টিনিউ ওয়াচিং।

ঠিক যেখানে পজ করেছিলাম সেখান থেকে রিজিউম হল।

ফোন হারিয়ে গেছে। নতুন ফোন কিনে গুগল দিয়ে লগিন করলাম। সমস্ত নোটস, কন্টাক্টস, মেসেজ মিনিটের ভেতরে রিস্টোর হয়ে গেল।

অফিস যাব, বাড়িতে বেরোতে দেরী হয়ে হয়ে গেল। গুগল অ্যাসিস্ট্যান্ট কে বললে টেক মি টু অফিস। সাথে সাথে কোথায় কেমন ট্রাফিক, অফিস পৌছতে কতক্ষন লাগবে সবকিছু বলে দিল।

মোবাইলে ছবি তুলতেই আছি আমরা। সরাসরি গুগল ফোটোজ আপলোড চালু করা আছে। সমস্ত ছবি সরাসরি ড্রাইভে চলে যাচ্ছে। অটোমেটিক ব্যাকআপ।

গুগলকে ভালোবাসার অনেক কারণ আছে। এখানে কয়েকটা লিখলাম। গুগল আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। গুগলের সার্ভিসগুলোর সাথে মেলাতে এখন পর্যন্ত কেউ পারেনি।

গুগল ম্যাপ এখন পর্যন্ত সেরা ম্যাপ।

গুগল কিপ নোট লেখার জন্য অসাধারণ এবং ফ্রি অ্যাপ।

গুগল ড্রাইভে ১৫ জিবি ফ্রি স্পেস। এটা অবশ্য একটু কম।

গুগল অ্যাসিস্ট্যান্ট সবকিছু মুখের কথায় করে দিচ্ছে। গার্লফ্রেন্ড কে মেসেজ করতে হবে, মুখে বললেই মেসেজ চলে যাচ্ছে। কি মেসেজ এসেছে পড়ে শুনিয়ে দিচ্ছে। আবহাওয়ার কি অবস্থা, জানিয়ে দিচ্ছে। সকালে গুড মর্নিং বললে সমস্ত খবর, সারাদিনের কাজ করে দিচ্ছে। কোথাও যাওয়ার টিকিট মেলে এসেছে। সকালে নোটিফিকেশনে জানিয়ে দিচ্ছে এতটাই তোমার ট্রেন বা ফ্লাইট। এত সময়ে বোর্ডিং। এতক্ষণ লাগবে পৌছতে।

গুগল আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। গুগলকে ছাড়া জীবন ভাবা এখন খুব কঠিন।

কিপ রকিং গুগল।


Afia Islam
afiaislam
356 Points

Popular Questions