কেন কম্পিউটার-এর স্ক্রিন হ্যাং হচ্ছে হঠাৎ করে?

1 Answers   10.4 K

Answered 2 years ago

কম্পিউটারের হার্ডডিস্কের সংযোগ সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে। * এ ছাড়া অন্য কোনো হার্ডওয়্যারের সংযোগে বা হার্ডওয়্যারেই সমস্যা থাকলে কম্পিউটার হ্যাং হতে পারে। * সাধারণত ভাইরাসের কারণেই কম্পিউটারে হ্যাং হওয়ার প্রবণতা বেশি থাকে। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয়।

Sheza Khan
shezakhan
552 Points

Popular Questions