কেউ Thanks/ধন্যবাদ জানালে প্রত্যুত্তরে আপনি তাকে কী বলেন?

1 Answers   2.3 K

Answered 2 years ago

কে থ্যাংকস বা ধন্যবাদ জানাচ্ছে দেখতে হবে তো।

অচেনা বা সদ্যপরিচিত অথবা খুব একটা কাছের কেউ নয় যদি আমাকে থ্যাংকস জানায় তাহলে আমি বলি you are welcome বা you are most welcome. বাংলায় ধন্যবাদ বললে বলি..না না ঠিক আছে।

বয়সে বড় আত্মীয়স্বজনেরদের বলি…এরাআআম..না না। কি আর এমন করলাম ?

আর বন্ধুবান্ধব থ্যাংকস জানালে অনেক কিছু বলি।

১) আইচ্ছ্যা হইসে।

২) তর নমুনা দেখলে গা জ্বলে।

৩) খুব ঢং শিখসস না ?

৪) আমারে থ্যাংকস ম্যাংকস কইয়া লাভ হইত না রে পাগলা।

৫) একটা থাপ্পড় খাইতেনি?

৬) ওরে আমার বিলাতি টমেটো।

৭) মরণ।

৮) ভাগ ।

এসবের জন্য বন্ধুবান্ধবরা আজকাল আমাকে ধন্যবাদ টন্যবাদ জানায় না।

Rani Khatun
ranikhatun09
209 Points

Popular Questions