কেউ ১ম জন্ম নিবন্ধন রেখে ২য় কোনো জন্ম নিবন্ধন তৈরী করে পাসপোর্ট বানায়, তাহলে সেই পাসপোর্ট কি আবার ১ম জন্ম নিবন্ধন দ্বারা ঠিক করা যাবে এবং তার স্কুল সার্টিফিকেট কাজে আসবে?

1 Answers   3.5 K

Answered 1 year ago

এখন মূলত বাংলাদেশে পাসপোর্ট নতুন করে ইস্য করা রিনিউ করা ও পাসপোর্টের সংশোধনের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড ফলো করা হয় আর যারা নাবালক তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন ও পিতামাতার ভোটার আইডি কার্ড ফলো করা হয় এখন কেউ যদি জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে চায় তাহলে প্রথম যেই জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করা হয়েছে ওই জন্মনিবন্ধন প্রথমে সংশোধন করে তারপর পাসপোর্টের সংশোধন করতে হবে আর যদি তার ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড আগে সংশোধন করার পর পাসপোর্ট সংশোধন করতে পারবে
Maruf Alam
Maruf Alam
653 Points

Popular Questions