Answered 2 years ago
ওয়েবসাইট বিক্রির ব্যবসা করুন।একটা ওয়েবসাইট করে সেটাতে বিভিন্নভাবে মনিটাইজেশন করা যায়।আর একটা ওয়েবসাইটে যত ট্রাফিক থাকবে তার মনিটাইজেশন এর পদ্ধতি মাল্টিপল হবে।আর ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য যত কোয়ালিটি কনটেন্ট পাবলিশ করবেন,যত ভাল কিওয়ার্ড রিসার্চ করে যত ভাল এসিও করবেন।গুগল আপনার ওয়েবসাইটকে তার প্রথম পেজে স্থান দিবে,আর গুগলের প্রথম পেজে স্থান মানে ওয়েবসাইটে ট্রাফিক বেশি পাবার সুযোগ।এছাড়া পেইড মার্কেটিং করেও ওয়েবসাইটে ট্রাফিক আনতে হবে।আর ওয়েবসাইটের কনটেন্টের জন্য প্রফেশনাল ব্যক্তি হায়ার করবেন,কিওয়ার্ড রিসার্চ এসিও এর জন্য এসিও এক্সপার্ট হায়ার করবেন।এভাবে একবছর কাজ করলে ,পরের ৬মাসে ওয়েবসাইটে যা ইনভেস্ট করেছেন সেসব উশুল হবে।তারপর ওয়েবসাইট বিক্রি করে দিবেন।এছাড়া ইউটিউব এ কাজ করতে পারেন।এর জন্য ভিডিও নির্মাতা,ভিডিও এডিটর,ভিডিও কনটেন্ট রায়টার,ভিডিও মার্কেটার এসব এর জন্য সেলারি বেস ব্যক্তিকে রেখে দিবেন,তারাই কাজ করবে,এক বছরে চ্যনেল কে বড় করবেন।
hafizasultana publisher