কেউ যদি পেন্সিলের শিস খেয়ে ফেলে তাহলে তার কি ক্ষতি হবে?

1 Answers   4.8 K

Answered 2 years ago

প্রথম কথা হল পেন্সিলের লিডটি কত বড় এবং সেটা কি তীক্ষ্ম বা সূচালো সেটা যদি পাকস্থলী , ক্ষুদ্রান্তে, বৃহদন্ত্রে যেকোনো জায়গায় আটকে গিয়ে সেখান থেকে আলসার বা ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে? সেজন্য একটা এক্সে করে নিয়ে জেনে নিতে হবে সে পেন্সিলের কতটুক বড় ছিল এবং সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা?

পেন্সিলের লিডটি এলট্রফি কার্বন দ্বারা গঠিত তাই তার থেকে ঘা বা আলসার এবং দীর্ঘদিন সেটা যদি বেরিয়ে না যায় তার থেকে ক্যান্সার হতে পারে তাই এক্সরে করে প্রথমে জেনে নেওয়া উচিত সেটা কোথায় আটকে আছে বা কি পজিশনে আছে । তাই দেরি না করে যত দূর সম্ভব শীঘ্র আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিন।


Rabiya Borshi
rabiyaborshi
285 Points

Popular Questions