কেউ যদি জানতে পারে তার বাবার কারো সাথে অ্যাফেয়ার চলছে, তখন করণীয় কী? মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত হবে কি?

1 Answers   6.8 K

Answered 1 year ago

বাবা প্রেম করছেন বুড়ো বয়সে !

কার সাথে ?

খোজ নিলে জানা যাবে হয় নিজ বা অপরের বাড়ির কাজের মেয়ের সাথে নয়তো কাজের মেয়ে টাইপের কারো সাথে আর নয়তো কালো কুৎসিত কোনো মেয়ের সাথে ! কারণ বুড়ো বয়সে ভয়ংকর পরিমান টাকা পয়সা না থাকলে এর চাইতে ভালো কিছু জোটানো খুবই কঠিন । এখন বি-শা-ল প্রশ্ন —

কেন ?

উত্তরটা কি বোঝা আসলে খুব কঠিন ?

না , নয় । এগুলো কমবেশি সবাই বোঝেন কিন্তু মুখে কুলুপ এঁটে রাখেন ! আর সব দোষ একতরফা ভাবে শুধু পুরুষদের উপর নিশ্চিন্তে চাপিয়ে দেন ।

জ্বী হ্যাঁ , মূলত যৌন অতৃপ্তির জন্যই পুরুষ দ্বিতীয় বিবাহ বা যৌন সংগীর দিকে ঝুকে থাকেন । যৌনতার এতই অভাব থাকে যে তখন পুরুষের হিতাহিত জ্ঞান থাকে না ! তখন শুধু একটি মেয়েমানুষ হলেই চলে রাজরানী না চাকরানী বৈধ না অবৈধ এগুলো বিচারের ফুরসত নেই !

এই সমস্যার মূল কারণ যৌনতা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা ! মেনোপজ কি ? মেনোপজের পর কি হতে পারে ? মেনোপজের পরবর্তী যৌন জীবন কি হওয়া উচিত এই বিষয়ে স্বচ্ছ বা পরিস্কার ধারনা না থাকা । আর আমাদের দেশের মায়েদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে — তাদের মনে একটা বদ্ধমূল ধারনা আছে বয়স হলে স্বামীর কাছথেকে যে যত দূরে থাকবে সে তত বিদূষী হিসেবে পরিচিত হবে ।

এখন কথা হচ্ছে নিজের মা-কে যৌনতার বিষয়ে জ্ঞান দেয়া প্রায় অসম্ভব ! হজম করতে পারবে না এবং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ !

এখন করনীয় কি ? জ্ঞান তাকে দিতেই হবে সেটা যেভাবেই হোক ! নইলে বিপদ আছে !

……খোজ করুন এমন কাউকে যাকে দিয়ে এই জ্ঞান কৌশলে সরবরাহ করতে পারেন !

সবচেয়ে ভালো হয় একজন মহিলা ডাক্তারকে দিয়ে কৌশলে কাউন্সিলিং এবং হরমোন বা প্রয়োজনীয় চিকিৎসা করালে ! ( আরও ভালো হয় যদি আপনি নিজে আগে ডাক্তারের সাথে শলাপরামর্শ করে নেন। ) কারণ ডাক্তারদের কথা মানুষ চোখবুঁজে বিশ্বাস করে……

২৪ এপ্রিল আমি একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। প্রশ্নটি ছিল — " যৌন জীবনে স্বামীকে পরিতৃপ্ত করতে স্ত্রীর ভুমিকা কি ? " সেখানেও কিছু কথা বলেছিলাম। চাইলে দেখে নিতে পারেন।

জাজাকুমুল্লাহ খাইর।

Prokash
prokash
195 Points

Popular Questions