কেউ কি বলতে পারেন বাংলাদেশের মহাকাশ বিজ্ঞানী ফজলুল হক এখন কোথায়? কিভাবে তিনি নিখোঁজ হলেন?

1 Answers   2.6 K

Answered 2 years ago

সাবেক শীর্ষ সরকারি কর্মকর্তা ও মহাকাশ বিজ্ঞানী ফজলুল হককে গত ১৩ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাইতুল হারাম মসজিদ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার পর গত তিন দিনেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ব্যক্তির স্ত্রী মাকসুদা বেগম জানিয়েছেন, স্থানীয় থানা ও ডিবি অফিসসহ বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হলেও কেউই তাকে আটক করার কথা স্বীকার করছেন না। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে অবিলম্বে তার স্বামীর সন্ধান ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

গতকাল এক বিবৃতিতে মাকসুদা বেগম বলেন, তার স্বামী একজন সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বয়স্ক ব্যক্তি। তার বয়স এখন প্রায় ৭০। তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। তিনি রাষ্ট্রদ্রোহী বা বেআইনি কোনো কাজে অতীতে কখনো জড়িত ছিলেন না বা এখনো নেই। উপরন্তু তিনি বেশ কিছু দিন ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, গত ১৩ মার্চ মোহাম্মদপুরের বায়তুল হারাম মসজিদ এলাকা থেকে কোনো প্রকার কারণ ছাড়াই ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তাকে তুলে নিয়ে যাওয়ার পর তার কোনো সন্ধান মিলছে না। স্থানীয় থানা ও ডিবি অফিসসহ বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হলেও কেউই তাকে আটক করার কথা স্বীকার করছেন না। তাই তিনি সন্তান-সন্ততিসহ পরিবারের সদস্যদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

এ অবস্থায় একান্ত মানবিক কারণে অবিলম্বে নিখোঁজ ফজলুল হকের সন্ধান এবং নিঃশর্ত মুক্তির আকুতি জানিয়েছেন তার স্ত্রী মাকসুদা বেগম। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপিসহ প্রশাসনের সর্বস্তরের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেছেন।

Huraira Faika
Hurairafaika
436 Points

Popular Questions