কেউ 'ইনসাল্ট' করে কথা বললে তাকে মার্জিত ভাষায় জবাব দেবো কিভাবে?

1 Answers   8.1 K

Answered 2 years ago

প্রথমত কেউ কাউকে অকারণে অপমান করে না।দ্বিতীয়ত যদি কারোর অকারণে অপমান করার প্রবণতা থাকে তাহলে বুঝতে হবে যে ঐ ব্যক্তি অহংকারী নতুবা আপনার কথার বিরুদ্ধে যুক্তি দিতে অপারগ।

এবার সমাধানের কথায় আসি

১) আপনাকে ধৈর্য ধরতে হবে। চট করে মাথা গরম করা চলবে না।

২) আপনার শব্দের ভান্ডার বাড়াতে হবে, এবং উপযুক্ত জায়গায় সঠিক শব্দের ব্যবহার করতে হবে।

৩) যুক্তি দিয়ে কথা বলতে হবে।

সর্বোপরি একটা কথা মনে রাখবেন সেটা হল 'কয় বেটা বড় নয় সয় বেটা বড়' অর্থাৎ যে অন্যকে অপমান করে নিজেকে বড় বলে জাহির করতে চায় সে বড় হয় না বরং যে সব কিছু সহ্য করে সেই বড় হয়।

আমার কথা যদি উপযুক্ত বলে মনে হয় তাহলে আপভোট দেবেন।

Bijoy ahmed
Bijoy
311 Points

Popular Questions