কেউ আমার কুটনামি করলে করনীয় কী?

1 Answers   11.3 K

Answered 2 years ago

আমি ঘর কুনো স্বভাবের মেয়ে। বাইরে যাওয়ার চাইতে ঘরে বসে টিভি দেখা বা বই পড়াকেই আমি বেশি ইনজয় করি। মানুষের সাথে আমি তেমন মিশি না। জরুরি কথা ছাড়া কথাও বলি না। তাই আশেপাশে যারা থাকে, তারা আমাকে তেমন পছন্দ করে না।

প্রশ্ন হলো কুটনামি নিয়ে। কুটনামি মানে কী ? কেউ আপনার অনুপস্থিতিতে আপনার নামে খারাপ বা আপনার দোষ নিয়ে কথা বলা।

আমার অনুপস্থিতিতে কেউ যখন আমার কথা বলে অর্থাৎ কুটনামি করে , সেই ব্যাপারটা আমি খুব ইনজয় করি। এটা আবার আমার কাছে কেউ বললে আমার খুব মজা লাগে।

আমার মনে হয়, আমি এমন কোনো কাজ করেছি, যাতে তারা আমার কথা বলছে। আমার দোষ ঢেকে না রেখে আমার কাছে প্রকাশ করছে।

এতে আমি ঐ কাজটা থেকে বিরত থাকার চেষ্টা করি।

Liza Khatun
liza
408 Points

Popular Questions