কৃষি ভার্সিটির স্টুডেন্টদের বিসিএস তাড়াতাড়ি হয় কেন?

1 Answers   6.3 K

Answered 2 years ago

আমার মতে, এর পিছনে মূলত দুইটি কারণ আছে।

১। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বছর শুধু পড়াশোনাই করে থাকে। হোক সে একাডেমিক, চাকরির প্রস্তুতি বা বিদেশে উচ্চতর শিক্ষার জন্য পড়াশোনা। এদের সিলেবাস আর পরীক্ষার রুটিন এমনভাবে সেট করা থাকে যেন স্কুল কলেজের পরীক্ষা হচ্ছে। তাই কোন সেসন জট ও নেই। পড়তে পড়তে আর প্রাকটিকাল করতে করতে এরা পড়াশোনার প্রতি একাগ্র আর নিয়ামানুবর্তী হয়ে উঠে। যা পরবর্তীতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহনে এদের এগিয়ে রাখে।

অধিকন্তু এদের Medium of Instruction ইংরেজিতে হওয়ায়, ইংরেজি মুক্তহস্তে লেখার একটা দক্ষতা ও তৈরি হয়।

২। এখানে সব সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর শিক্ষার্থী পড়াশোনা করে, তাই তারা তুলনামূলক মেধাবী হয়ে থাকেন।

এটা আমার ব্যাক্তিগত মতামত। ভিন্ন আরও কারণ থাকতে পারে। সেগুলো হয়তো অন্যরা ব্যাখ্যা করবেন।

Rasel Rana
raselrana343
383 Points

Popular Questions