Answered 3 years ago
অন্য গ্রহে অক্সিজেন উৎপাদনের উদ্দেশ্য কি সেটাতো জানতে হবে? ধরলাম, আপনি ভাবছেন, অন্য গ্রহে থাকার উদ্দেশ্যে। কিন্তু বিধি বাম l আমাদের সৌর জগতের যেসমস্ত গ্রহে বিজ্ঞানীরl রকেট পাঠাতে পেরেছে (সৌরজগতর বাইরে আরো লক্ষ্য, কোটি, বিলিয়ন গ্রহ আছে কিন্তু), সেখানে মানুষের টিকে থাকার জন্য অন্নান্ন উপকরণ নেই l পর্যাপ্ত স্বাভাবিক আলো, গাছপালার বেঁচে থাকার জন্য CO2-র ঠিক নেই l সৌরজগতর গ্রহগুলোতে মধ্যাকর্ষন শক্তি অস্বাভাবিক। আপনি হাটতে গেলে আপনাকে উড়িয়ে নিবে, আবার আপনি দৌড়াতে গেলে আপনাকে টেনে ধরবে, আপনি কিছু ধরতে পারবেননা সহজেই। এরপর আরো অসম্ভব বিষয় গুলো হলো, সেখানে পানি নেই, তাপমাত্রা হয় আগুনের নেয় গরম অথবা বরফের চেয়ে ঠান্ডা; এমন ঠান্ডা যে বরফ পাথরের নেয় শক্ত হয়ে যায়।
এ পৃথিবীতে পদে পদে মানব জাতির এতো বিপদ মোকাবেলা করে পথ চলতে হয়েছিল, এখনো বিপদ মোকাবেলা চলছে, কিন্তু ওখানে জীবন ধlরণের জন্য যখন কিছুই নেই, বিপদ আপদ মোকাবেলা করে বেঁচে থাকার কথাতো পরে আসবে।
jahidarif publisher