কুয়েটে চার বছরের কোর্স সম্পন্ন করতে কেমন খরচ পড়ে?

1 Answers   8.9 K

Answered 2 years ago

মাসে ৫ থেকে ১০ হাজার খরচ হতে পারে। ফার্স্ট ইয়ার মেসে থাকার লাগবে। সেকেন্ড ইয়ার থেকে হল পাওয়া শুরু হয়। হলে গেলে বাসাভাড়ার খরচ বেচে যাবে। থাকা, খাওয়া, যাতায়াত খরচ, মাঝে মধ্যে বেজের ডাঙ্গা বা জিরো পয়েন্ট যাওয়া, বই খাতা ও ল্যাব রিপোর্ট এর খাতা কেনার খরচ, ইন্টারনেট খরচ, পকেট গেটের আড্ডার খরচ, তারপর হলের ডাইনিং ভালো না লাগলে বাইরে খাবার খরচ, প্রতিমাসে হল ডিউস পরিশোধ, সব মিলিয়ে মাসে আমার ৪ থেকে ৬ যেতো। তবে আমাদের সময় জিনিসপত্রের দাম এখনকার তুলনায় কম ছিল। তাই এখন একটু বেশি ধরে হিসেব করতে হবে। ওভারঅল, ৪ বছরে ৪ লাখ+ খরচা হবে বলে ধারণা করতে পারেন। উল্লেখ্য, একাডেমিক খরচ বলতে সেমিস্টার ফি আর ভর্তি ফি। এছাড়া রেজাল্ট ভালো করলে টেকনিক্যাল স্কলারশিপ দেয়, ৩/৪ হাজার টাকা। আবার প্রোজেক্ট এবং থিসিসে কিছু টাকা খরচ হয় কিন্তু ওটা আবার ফেরত ও নেয়া যায় আবেদন করে।


Anaf Khan
anafkhan
406 Points

Popular Questions