Answered 2 years ago
বর্তমানে আসুসের ROG ফোন ৫ আল্টিমেট[1] হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোনের একটি। এটা বিশেষভাবে বানানো হয়েছে প্রফেশনাল মোবাইল গেমারদের জন্য। ফোনটির দাম প্রায় ১,৫০০ ডলার। এই ফোনের র্যামই ১৮ গিগাবাইট, আর আপনি খুঁজছেন কুড়ি গিগাবাইট র্যাম এর ফোন! আমার ল্যাপটপেই র্যাম ১৬ গিগাবাইট। আপাতত ২০ গিগাবাইটের র্যামসহ কোন ফোন নেই (যতদূর খোঁজ আছে), কারণ ফোনে এখনও এত বেশি র্যামের দরকার নেই।
jannatul publisher