Answered 2 years ago
আল-হামদুলিল্লাহ
বিয়ে বিষয়টা এক তরফা হয় না। দু’দিক থেকে সমন্বয় ও সম্মতির পর বিয়ে হয়। এমনও হতে পারে যে, আপনি যে ফ্যামিলিতে যে মেয়ে চাচ্ছেন সে ফ্যামিলি তাদের সে মেয়েকে আপনাকে দিতে চাইবে না বা আপনাকে পছন্দ করবে না। আবার যারা আপনার সাথে আত্মীয় করতে চাইবে আপনি তাদের চাইবেন না হয়তো।
অনেক আগে একটি ঘটনা শুনেছিলাম—হয়তো বানানো—একদা বকুল নামের এক লোক মনের সুখে পায়চারি করছে আর মিটমিট করে হাসছে। তার এক দোস্ত তাকে দেখে জিজ্ঞেস করল, কীরে বকুল হাসছো কেন? বকুল বলল: অমুকের—কোটিপতির সুন্দরী—মেয়েকে বিয়ে করব? দোস্ত: তাই নাকি, তো কীভাবে?! বকুল বলল: আমি রাজি আর আমার পক্ষ থেকে সব ঠিক, শুধু ওই পক্ষ রাজি হলেই হবে?! দোস্ত বলল: আরে বোকা……।
কাজেই কুষ্টিয়া জেলা কোনো মাপকাঠি নয়। কুষ্টিয়ায় সব ধরনের পরিবার এবং তাদের ভালো-মন্দ মেয়ে রয়েছে। যদি সেখানে ভালো পরিবারে ভালো মেয়ে পান এবং তারা আপনার সাথে আত্মীয়তা করতে আগ্রহী হয় তাহলে সেখানে বিয়ে করতে কোনো সমস্যা নেই। অন্যথায় যেখানে ভালো পরিবার ও ভালো মেয়ে পাবেন সেখানেই বিয়ে করুন। আর আপনি নিজে আপনার বউ থেকে বেশী ভালো থাকার ও বেশী ভালো হওয়ার চেষ্টা করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সাধারণত সম্পদ, বংশ, সৌন্দর্য এবং দীনদারী এই চারটি জিনিস দেখে নারীদের বিয়ে করা হয়, তুমি দীনদারীকে প্রাধান্য দিবে।” [বুখারী ও মুসলিম}। ধন্যবাদ।
hafizasultana publisher