কুরআন শরীফ দ্রুত মুখস্থ করা যায়, কিন্তু বইয়ের পড়া দ্রুত মুখস্থ করা যায় না কেন?

1 Answers   9.9 K

Answered 2 years ago

ইদানিং এই কথাটা আশেপাশের মানুষকে বলেছি। সেই একই বিষয়ে প্রশ্ন পেয়ে ভালো লাগলো। কোরআনের আয়াত খুব দ্রুত মুখস্ত করা যায়। এটা, আল্লাহর কুদরত, এটা আল্লাহর রহমত।

আমার খুব বেশি সূরা মুখস্ত নেই। তবুও এই ৪৫ বছর বয়সে, সম্প্রতি, লোকাল ট্রেনে ৩০ মিনিট ভ্রমণের মধ্যেই, সূরা তাকাসূর (৮ আয়াত) মুখস্ত করেছি। এই ঘটনা আমার স্ত্রীকে বলার পরে, সে বললো - হয়তো আমার দ্রুত মুখস্ত করার ক্ষমতা আছে। আমি বললাম - শুধু আমি নই, সবাই দ্রুত মুখস্ত করতে পারে। কোরআন হলো আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত, আল্লাহর রহমতে এটা দ্রুত মুখস্ত করা যায়। সে বললো - সুবহান আল্লাহ। বিষয়টা আরো ভালো বোঝানোর জন্য, স্ত্রীর সামনেই সূরা হুমাযাহ (৯ আয়াত) পড়া শুরু করলাম। আল্লাহর কি রহমত, এবারও আধা ঘন্টায় মুখস্ত হয়ে গেল। শুধু তাই নয়, পাশে বসা আমার ৮ বছরের ছেলে, শুনে দুই-তিন লাইন মুখস্ত করে ফেলেছে। আল্লাহ বিশেষ রহমত দিয়ে কোরআনকে সহজ করেছেন।

একটি তরুণ তরুণী, একে অপরকে অনেক দিন ধরে পছন্দ করে। একবার ছেলেটি একটি আংটির বাক্স হতে দিয়ে, মেয়েটিকে কিছু রোমান্টিক কথা বললো, এরপর বিয়ের প্রস্তাব দিলো। মেয়েটি রাজী হলো। একটু দূর থেকে, এই দৃশ্য দেখেছে নার্সারিতে পড়া দুটি ছেলে মেয়ে। তারা বলাবলি করছে, সেই বাক্সতে কি ছিল, মেয়েটি কেন রাজী হলো, ইত্যাদি। আলোচনা করে এই দুটি বালক বালিকা বের করলো - ওই বাক্সতে হয়তো খুব মজাদার চকলেট ছিল। তরুণী মেয়েটি হয়তো সেই চকলেট দেখে খুশী হয়েছে।

এই গল্পটিতে বোঝার বিষয় হলো, যার যতখানি সীমাবদ্ধতা, সে ততটুকু বোঝে। তরুণ-তরুণী একে অপরের সম্পর্কর ভেতরে, এই বাক্স কোন ব্যাপারেই না, ওখানে চকলেট বলে কোন জিনিসই নেই। তবুও ওই শিশুরা, ওটাই বুঝেছে।

আল্লাহ কিভাবে কোরআনকে সহজ করেছেন, সেটা বোঝার ক্ষমতা মানুষের নেই। আমরা ওই শিশুদের মতন, নিজের সীমাবদ্ধতার ভেতরে বুঝবো।

কম্পিউটারে লুকানো (hidden) ফাইল চেনেন? ফাইলটি কম্পিউটারে ঠিকই আছে, কিন্তু সরাসরি দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। একটি বিশেষ প্রক্রিয়ার পরে, সেই ফাইল দেখা যায়। সেটাকে অন্য যে কোন ফাইল এর মতন দৃশ্যমান (visible) করা যায়। কোরআন আমাদের মস্তিষ্কে, আগে থেকেই লুকানো আছে। আমরা কোরআন পড়লে, সেই অস্পষ্ট স্মৃতি, বের হয়ে স্পষ্ট হয়ে যায়। কোরআন মুখস্ত করা মানে, নতুন কিছু মুখস্ত নয়। কোরআন মুখস্ত করা মানে, আমাদের স্মৃতিতে আছে, এমন কিছু খুঁজে বের করা।

Rasel Rana
raselrana
462 Points

Popular Questions