Answered 2 years ago
কুমিল্লা বলেন ফেনী কিংবা নোয়াখালী এদের ভাষা কালচার প্রায় একই , এখনকার বেশীর ভাগ এসব এলাকার মানুষ পরিবার নিয়ে চট্টগ্রাম এ হয়ত ভাড়া থাকে অথবা বাড়ি ও করে ফেলেছে, আপনি কুমিল্লার মেয়ে কেমন সেটা এখন নির্ভর করবে পরিবেশের উপর সে ছোটবেলা থেকে কোণ পরিবেশে বড় হয়েছে। আর মেয়ের স্বভাবজাত মা থেকে বেশি শিখে তাই মা কেমন সেটা বুঝতে পারলে মেয়ের ধারনা পেয়ে যাবেন আর ছেলে বলেন মেয়ে বলেন তার চরিত্র বুঝা যায় তার সঙ্গের মাধ্যমে, কোন বন্ধবান্ধব এর সাথে এরা মেশে সেটা খেয়াল করুন কথায় আছে সংগ দোষে লোহা ভাসে। আসলে কোণ এলাকার মানুষ এটা নির্ভর করে আমরা তাদের কেমন মনে করি বা আমাদের সাথে বিভিন্ন এলাকার মানুষ কে কেমন আচরন করে, মনে করুন কুমিল্লার মেয়ে ৫ জন আপনার সাথে চলনা করেছে তাহলে আপনার কাছে কুমিল্লার মেয়েরা লুইচ্চা মনে হবে । মানুষ এলাকা নিয়ে ব্যক্তিত্ব গঠন করেনা মানুষ নিজের পরিবার সমাজের কারনে অভিন্ন আলাদা তবে এলাকা বা দেশ নিয়ে মানুষের বাহ্যিক সোন্দৌর্য আলাদা করা যায়
jarinanjum publisher