যতোখন আপনি ওই টাকা হাতে তুলে ছিলেন না ততোখন আপনার কোনো দায়িত্ব ছিলনা ওই টাকার উপর। যদি আপনি ওই টাকা হাতে তুলে নেন তাহলে আমার দায়িত্ব আসল মালিক খুঁজে বের করে তার হাতে ওনার টাকা গুলো বুঝিয়ে দেওয়া। যদি এটা না পারেন তাহরে আপনি মসজিদ এ দিয়ে দেন নয়ত আপনার ডাবল টাকা হারিয়ে যাবে আপনি বুঝতে ও পারবেন না
sopnil.sopno publisher