Answered 2 years ago
১৯১০ সালে বলকান যুদ্ধের পর প্রতিবেশী দুই দেশ গ্রীস ও বুলগেরিয়ার মধ্যে ক্ষোভ একটু একটু করে বাড়ছিলো।
আর সেই ক্ষোভের ঘিয়ে আগুন লাগিয়ে দেয় এক কুকুর। গ্রীসের বর্ডার পার হয়ে বুলগেরিয়ার ভেতরে ঢুকে পড়েছিল কুকুর। তার পেছন পেছন কখন যে গ্রীক সৈনিক নিজের দেশ ছেড়ে বুলগেরিয়ায় চলে এসেছে সেটা খেয়াল করার সময় পায়নি। কিন্তু তাতে কী? এতদিন পর শত্রুদেশের কাউকে সামনে পেয়ে দেরী না করে তাকে গুলি করে মেরে ফেলে বুলগেরিয়ার সৈন্যরা।
পুরো গ্রীসে যেন আগুন লেগে যায় এই ঘটনার পর। আক্রমণ করে গ্রীস বুলগেরিয়ায়। ফলাফল আরো খারাপ হওয়ার আগেই তৎকালীন লীগ অব নেশন বা জাতিপুঞ্জ শান্তিচুক্তি করে যুদ্ধ থামিয়ে দেয় দুই দেশের মধ্যে। তবে তার আগেই অবশ্য এই যুদ্ধের কারণে মৃত্যু হয় ৫০ জনের!
oditikhan publisher