কী ধরনের ব্যবসা শুরু করলে অল্প দিনেই ভালো ফলাফল করতে পারব?

1 Answers   8.7 K

Answered 2 years ago

ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, ব্যবসায় সফলতা নির্ভর করে মূলত ব্যবসার কিছু মৌলিক জ্ঞান এবং অভিজ্ঞতা উপর আর এই মৌলিক জ্ঞান আপনাকে মোটামুটি যে কোন ব্যবসায় সফল করার জন্য শক্তি এবং সাহস যোগাবে।


ভারতের বিখ্যাত টাটা গ্রুপ তাদের সবথেকে স্বপ্নের একটি প্রজেক্ট “ন্যানো টাটা” যা তিন বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে গিয়েছে এবং সফল হতে পারেনি এভাবে আরো অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে।


তাই আপনাকে ব্যবসার মৌলিক জ্ঞান এবং অভিজ্ঞতা গুলোকে সংগ্রহ করতে হবে এবং সেগুলো কে আগে ভালোভাবে শিখিয়ে নিতে হবে।


যেমন:


কিভাবে সব থেকে অল্প টাকায় প্রোডাক্ট তৈরি করবেন?

কিভাবে ভালো লোকজন নিয়ে আসবেন প্রোডাক্ট তৈরি করার জন্য?

আপনি সেলস কিভাবে করবেন? সরাসরি নাকি পরোক্ষভাবে?

কিভাবে অল্প টাকায় মার্কেটিং করবেন?

ব্যবসার খরচ পাতি এবং হিসাব-নিকাশ ঠিকমতো রাখার জন্য কি কি করবেন?

বিশাল বড় মার্কেট এর চাহিদা পূরণ করার জন্য কার কার সাহায্য নিবেন?

আপনার কাস্টমারকে ঠিকমতো আপনার সেবা পাচ্ছে কিনা তা কিভাবে বুঝবেন?

আপনার প্রোডাক্ট সম্পর্কে অনেকেই জানেন কিন্তু আপনার কাছ থেকে ক্রয় করছেন না, এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করবেন?

মানবসম্পদ এর থেকেও টেকনোলজির উপরে বেশি বিনিয়োগ করা হলে আপনার ব্যবসায় 30 গুণ বেশি মুনাফা বৃদ্ধি করতে পারবেন, তা কিভাবে সমাধান করবেন?

ব্যবসার জন্য বিভিন্ন ধরনের চুক্তিপত্র ইত্যাদি কিভাবে খুব সহজে তৈরি করবেন?

নতুন নতুন পণ্য এবং নতুন নতুন মার্কেটে প্রবেশ করার জন্য যে কলাকৌশলগুলো সবথেকে বেশি দরকার তা কিভাবে করবেন?

আপনার পণ্যের মার্জিন বেশি করার জন্য যে কলাকৌশলগুলো দরকার তা কিভাবে বের করবেন?

কার্যকরী মূলধন যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় (একে বলা হয় ব্যবসার জীবন) সেটাকে কিভাবে ব্যবস্থাপনা করবেন?

আপনার ব্যবসা আছে ঠিকমত চলছে কিনা বা ভবিষ্যতে ঠিকমতো চলবে কিনা তা কিভাবে নির্ধারণ করবেন?

পুরাতন কম্পিটিশন অথবা নতুন কোন কম্পিটিশনে সে যে আপনার বারোটা বাজিয়ে ফেলবে সে গুলোকে কিভাবে সমাধান করবেন?

আপনার পণ্যের বিকল্প যদি মার্কেটে আসা শুরু হয় সেগুলো কে সমাধান করবেন কিভাবে?

রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যাপারগুলোকে কিভাবে মোকাবেলা করবেন?

প্রত্যক্ষ উপার্জন থেকে কিভাবে পরোক্ষ উপার্জনের দিকে আপনার কোম্পানিকে নিয়ে যাবেন এবং তার জন্য পরিকল্পনা এবং অ্যাকশন গুলো কিভাবে নিবেন?

আপনার প্রতিষ্ঠানে যে আপনার মানবসম্পদ ঠিক মত কাজ করবে কি করবে না সে গুলোকে কিভাবে ঠিকঠাক করবেন?

ইত্যাদি সহ আরো বেশ কিছু বিষয় আছে যা আপনাকে হাতে-কলমে শিখতে হবে, তা না হলে আপনি বারবার হোঁচট কেটেই থাকবেন এবং আপনার কাছে একটি সময় দুর্বিষহ মনে হবে এবং ব্যবসা থেকে দূরে সরে যেতে হবে।


পৃথিবীতে কেউ আপনাকে ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে কোন ইন্ডাস্ট্রি বা কোন প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারবে না যে, এটা একদম ভালোভাবে আপনাকে সফলতা অর্জন করতে সাহায্য করবে।


যেমন পৃথিবীর অনেকেই বিশ্বাস করে থাকেন যে অর্থ লেনদেন সংক্রান্ত যেকোন ধরনের ব্যবসা সবসময় সফলতা দিয়ে থাকে কিন্তু আমি যদি ভারতের একটি কোম্পানি বর্তমান সময়ে জনপ্রিয় কোম্পানি গুলোর মধ্যে একটি নাম হচ্ছে “পেটিএম” এর উদাহরণ দেই, তাহলে তাদের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে।


খুব বেশি দিন হলো না 10 থেকে 12 বছরের ভিতরেই এই কোম্পানিটি এখন আর আগের মতো ভালো অবস্থা তৈরি করতে পারছেনা এবং ভবিষ্যতে আদৌ পারবে কিনা সেটা নিয়েও একটু সংশয় তৈরি হয়ে গিয়েছে।


আর বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা গুলোর মধ্যে একটি হচ্ছে আপনি যে ব্যবসায় শুরু করুন না কেন প্রতিযোগী খুব তাড়াতাড়ি মার্কেটে চলে আসে এবং যা খুব বিরক্ত করতেই থাকে।


আর আবারও বিশেষভাবে অনুরোধ করে বলছি যদি আপনার ব্যবসার মৌলিক জ্ঞান গুলো থেকে থাকে তাহলে আপনি এর উত্তর খুজে পাবেন যে কিভাবে আপনি আপনার প্রতিযোগিতার থেকে ভালো অবস্থান তৈরি করতে পারবেন, যা আপনার প্রতিযোগী কোনদিন সপ্নেও ভেবে উঠতে পারবে না।


ব্যবসা সংক্রান্ত নিয়মিত পরামর্শ পেতে আমাকে অনুসরণ করে রাখতে পারেন সেখানে আমি নিয়মিত ব্যবসাসংক্রান্ত অসংখ্য পোস্ট পাবলিশ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও পাবলিশ করব।


পোস্টটি ভাল লাগলে সবার সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগাভাগি করলে জ্ঞান কমে না বরঞ্চ চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে।

Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions