Answered 3 years ago
প্রথম কথা হচ্ছে আপনার জনপ্রিয়তা কেন লাগবে?আমি কোরা বাংলার মোটামুটি পাঠকপ্রিয় লেখিকা, কিন্তু আমার আসল আইডি ছেড়ে এখন এই ফেক আইডিতে শান্তি খুঁজছি। বিশ্বাস না হলে কোনো একদিন যখন নিজের আসল একাউন্টটা সক্রিয় করব, তখন আপনাকে দেখাব।এগুলো আসলেই খুব অর্থহীন। একটা স্টেজে এসে আপনি ব্যাপারটা অনুধাবন করতে পারবেন। আপনি নাহয় একদিন ফেসবুক অডিয়েন্সদের মধ্যে জনপ্রিয়তা পেলেন। আপনার মনে হবে বাহ! কী দারুণ!কিন্তু এই অডিয়েন্স আপনার কোনো কাজে আসবে না। আপনার বিপদে আপদে এগিয়ে আসতে পারবে না। কারণ এরা তো দূর প্রবাসী। আপনি মরে গেলে আপনার মৃত্যু সংবাদটা পেজে আপনার কাছের কেউ দেওয়ার আগ পর্যন্ত তারা জানতেও পারবে না যে আপনি মারা গেছেন।তাই ফেসবুক, ইউটিব বা ইন্সটাতে জনপ্রিয় হতে অযথা সময় নষ্ট করবেন না। জীবনে কোনো কাজে আসবে না এসব। কোনো বিষয় নিয়ে প্যাশন থাকলে সেটা নিয়ে ফেসবুকে কাজ করতে পারেন, একসময় জনপ্রিয়তাও পাবেন। কিন্তু জনপ্রিয়তাটা যেন উদ্দেশ্য না হয়।ধন্যবাদ।
seeamkhan publisher