কী কী নিয়ম মেনে চললে মোবাইলের ব্যাটারি ভালো থাকবে?

1 Answers   14.1 K

Answered 2 years ago

ফোন ৫% থেকে কম হওয়ার আগে চার্জ দিত।

চার্জএ লাগিয়ে রাখবেন না, ফুল চার্জ হলে খুলে ফেলুন

ফোন যখন ব্যবহার করবেন না তখন ওয়াইফাই, ডাটা কানেকশন, ব্লুটুথ বন্ধ রাখুন

আপনার ফোনের প্রসেসিং ক্ষমতা যদি ভাল গেমের জন্য উপযুক্ত না হয় তাহলে উচ্চমানের গেমগুলো যথাসম্ভব পরিহার করুন

ফ্ল্যাশলাইট বেশি জ্বালিয়ে রাখবেন না। এটা দ্রুত ব্যাটারির জীবনী নষ্ট করে দেয়।

বেশিদিন ফোন বন্ধ অবস্থায় রাখবেন না।


Himel Ahmed
Himel Ahmed
630 Points

Popular Questions