কী কাজ করলে আমি ঘরে বসে আমার মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করে টাকা উপার্জন করতে পারব?

1 Answers   10.2 K

Answered 2 years ago

আপনি অনলাইনে কয়েকটি উপায় ইনকাম করতে পারেন। তার মধ্য আমি একটা উপায় শেয়ার করছি।

আপনি একটা ইউটিউব চ্যানেল বানিয়ে সেই চ্যানেলে মুভি আপলোড করে প্রতি মাসে প্রচুর পরিমানে ইনকাম করবেন। আর এতে কপিরাইটের কোন ঝামেলা নেই।

শুরুতেই আপনাকে কয়েকটা চ্যানেলের নাম বলি, আপনি তাদের চ্যানেল ঘুরে আসুন, দেখুন তারা তাদের চ্যানেলে মুভি আপলোড করে কি পরিমান ভিউস, সাবস্ক্রাইবার এবং উপার্জন করছে। না দেখলে বিশ্বাস করবেন না।

1) Feature Film

2) Pizza Flix

3) Cris Johnson

4) Timeless Classic Movies

এই চ্যানেলগুকি প্রতি মাসে হাজার হাজার ডলার$ ইনকাম করলে অন্যের মুভি কপি পেষ্ট করে নিজেদের চ্যানেলে আপলোড করে। ইউটিউবে এমন আরও অনেক চ্যানেল আছেন।


Imon Rana
imonrana
477 Points

Popular Questions