কী করলে মোবাইল চোরেরা মোবাইল রিসেট করতে পারবে না?

1 Answers   10 K

Answered 2 years ago

আপনি যতকিছুই করুন না কেন চোর সেটা রিসেট এবং আনলক করতে সক্ষম। তবে ফোনে যত সিকিউরিটি সিস্টেম আছে (Screen Lock, Google account, MI/Samsung Account/Huawei ID etc.) সব চালু রাখুন এতে চোরের ঐ ফোন বিক্রি করে যে মূল্য পাবে তার চাইতে আনলক খরচ বেড়ে যাবে। তবে এতে করে তো আর ফোন ফেরত পাবেন না। ফোন পেতে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করলে উনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। আর এর জন্য পুলিশের আপনার ফোনের IMEI নাম্বার এর জন্য ফোনের প্যাকেট প্রয়োজন হবে। কোথাও IMEI নাম্বার আলাদাভাবে নোট করেও রাখতে পারেন।


Baby Naznin
babynaznin
565 Points

Popular Questions