কী করলে ও কিভাবে আমি ইংরেজিতে যথাযথ পারদর্শী হতে পারি?

1 Answers   6.5 K

Answered 2 years ago

৭টি টিপস আপনা‌কে সহ‌জেই ইং‌রে‌জি‌তে পারদর্শী ক‌রে তুল‌বে -

    ইং‌রে‌জি‌তে য‌দি পারদর্শী হ‌তে চান ত‌বে সবার প্রথ‌মে আপনা‌কে যেটা কর‌তে হ‌বে তা হ‌লো ১২ টি Tense আর এদের Structure মুখস্ত করা ।

    এটা সব‌চে‌য়ে গুরুত্বপূর্ণ কাজ । আর এই মুখস্ত যেমন-‌তেমন হ‌লে হবে না । এমনভা‌বে মুখস্ত কর‌বেন যেন ম‌নে কর‌তে কো‌নো সময়ই না লা‌গে , যেটা‌কে ব‌লে ঠোঁটস্ত করা । যে‌কো‌নো সময় যে‌কো‌নো Tense আর এর Structure যেন ম‌নে কর‌তে পা‌রেন । আর Structure মুখস্ত কর‌বেন এক‌টি ক‌রে উদাহরণসহ । এমনভা‌বে মুখস্ত কর‌বেন , যেন উদাহরণ‌টিও বাংলা অর্থ সহ সারা জীবন ম‌নে থা‌কে ।

2. Right Form Of Verbs শেখা । Right Form Of Verbs এর অনেক নিয়ম আছে বি‌ভিন্ন বই‌তে ।

    আপ‌নি যে‌কো‌নো বই থে‌কে ৩৭ টি নিয়ম শি‌খে নি‌বেন । আর ঐ ৩৭ নিয়ম হ‌বে উদাহরণসহ । আর এমনভা‌বে মুখস্ত কর‌বেন যেন উদাহরণ সহ ৩৭ টি নিয়ম বই না দে‌খেই বল‌তে পা‌রেন ।

3. ইং‌রে‌জি পারদর্শী হ‌তে হ‌লে আপনার Vocabulary ( শব্দভান্ডার ) হ‌তে হ‌বে সমৃদ্ধ ।

    Vocabulary ভা‌লো কর‌তে হ‌লে যে‌কো‌নো নিয়ম চল‌বে না । এর জন্য এক‌টি বি‌শেষ পদ্ধ‌তি অনুসরণ কর‌তে হ‌বে । কিছু ইং‌রে‌জি Text Book সংগ্রহ করুন । সেগু‌লো ক্লাস 6 - 8 এর হ‌লে ভা‌লো হয় । এক‌টি Text Book নিন । সেটা ক্লাস 6 এর হোক , Text Book এর সবগু‌লো Passages অর্থসহ মুখস্ত ক‌রে ফেলুন । এই মুখস্ত এর উদ্দেশ্য হ‌লো আপনার Vocabulary সমৃদ্ধ করা আর আপনার Sentence বানা‌নোর দক্ষতা বৃ‌দ্ধি করা । এটা সব‌চে‌য়ে কার্যকর পদ্ধ‌তি ।
    এমনভা‌বে পড়‌বেন -

The boy ( বালক‌টি ) plays ( খে‌লে ) football (ফুটবল ) .

অর্থাৎ এক‌টি ক‌রে word বল‌বেন , তারপর ঐ word এর অর্থ বল‌বেন । শেষ হ‌লে অর্থটা সম্পূর্ণ একবার বল‌বেন ।

এভা‌বে ৩ টি বই মুখস্ত ক‌রে ফেল‌বেন । এতে আপনার Vocabulary কতটা সমৃদ্ধ হ‌য়ে‌ছে তা নি‌জেই বুঝ‌তে পার‌বেন ।

আর এক‌টি কাজ কর‌বেন এই ধা‌পে । Passage এর যে Sentence টি পড়‌বেন সে‌টি কোন Tense এর Structure এ পড়‌ছে তা খেয়াল রাখ‌বেন ।

৪. ইংরেজিতে কারো সাথে কথা কিংবা চ্যাট করার সময় চেষ্টা করবেন ইংরেজিতে করার। প্রতিদিন ১০ মিনিটের জন্য হলেও। কাছের বন্ধুরা মিলে একসাথে একটা গ্রুপ করেও চর্চা করতে পারেন। যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে "Search English" গ্রুপ অবশ্যই ফলো করবেন, ফেসবুকে ইংরেজি শেখার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম।

5. নেটফ্লিক্সের টিভি সিরিজগুলো অনেক অনেক হেল্প করবে আপনাকে ইংরেজি এক্সপার্ট হতে। Breaking Bad, Big Bang Theory, D.A.R.K, Sherlock, Brooklyn Nine-Nine, F.R.I.E.N.D.S এই টিভি সিরিজগুলো দেখে ফেলুন। আমার ইংরেজিতে ভাল করার পিছনে টিভি সিরিজগুলোর ভূমিকা সবচেয়ে বেশি।

6. ইউটিউবের কিছু চ্যানেল দারুণ সাহায্য করবে ইংরেজিতে ভাল করার জন্য। আমি ৭টি চ্যানেলের নাম বলছি

    Vsauce
    It's Okay To Be Smart
    What If
    English Speeches
    minutephysics
    The Infographics Show
    EnglishTestBlog .com

7. যদি একটি এপস[1] দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় তাহলে কেমন হয়। অসাধারণ একটা এপস ইংরেজি শেখার জন্য।

সব উপায় বলে দিলাম। তারপরেও যদি ইংরেজিতে এক্সপার্ট হতে না পারেন তাহলে সেটা হবে আপনাদের অলসতা ও দায়িত্বজ্ঞানহীনতা।

আর হ্যাঁ, 10 Minute School ওয়েবসাইটে ইংরেজি গ্রামারের একটা কোর্স আছে। কোর্সটা করে নিবেন। আমি বললাম তাই করে নিবেন। আর যদি পারেন তাহলে গ্রামারলি ব্লগ থেকে ইংরেজি ব্লগ বাংলাতে অনুবাদ করবেন। এটা অনেক অনেক সাহায্য করবে।

Happy learning. Be happy, spread happiness.

nazninahmed
nazninahmed
301 Points

Popular Questions