কীভাবে সময় নষ্ট করব?

1 Answers   13.1 K

Answered 1 year ago

ছাদে গিয়ে গাছের যত্ন নিন। আমি এই ভাবে সময় নষ্ট করি। যখন মনে হবে সময় কাটছে না তখন ছাদে গিয়ে গাছের দিকে তাকিয়ে থাকবেন। দেখবেন অনেক ভাল লাগবে। মাঝে মাঝে মাটিগুলোকে একটু ঝুর ঝুর করে দিবেন কিছু একটা দিয়ে যাতে মাটি শক্ত হয়ে না থাকে। পাতাগুলোর মধ্যে হলুদ পাতা, মরা পাতা, পোকায় খাওয়া পাতা ফেলে দিবেন। যে সব চিকন ডালপালা শুকিয়ে মরে গেছে সেগুলো ছেটে ফেলবেন। এতে গাছগুলো নতুন শাখা বের করবে। গাছে অনেক মুকুল দেখলে অল্প কিছু ফেলে দিবেন যাতে গাছের ডালে বেশি চাপ না পড়ে।  যদি মনে করেন এরপরেও সময় কাটছে না তবে একটা ইউটিউব ভিডিও দেখেন। শিক্ষামূলক ভিডিও যেমন কিভাবে গাছের চর্চা করতে হয়, কোনো ফুড রিভিউ চ্যানেলের ভিডিওগুলো দেখে টাইম পাস করুন।

Sopnil Sopno
sopnil.sopno
487 Points

Popular Questions