কীভাবে যে কাউকে ইমপ্রেস করতে পারি?

1 Answers   9 K

Answered 1 year ago

কাউকে ইমপ্রেস করতে হলে কয়েকটা নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে।

যাকে ইমপ্রেস করতে চান,,,,,,

  • তার ভালোলাগা মন্দ লাগার কেউ জেনে নিন।
  • তার চেয়ে সব জিনিস ভালো লাগে সেসব জিনিস উপহার দিন।
  • তাকে ভালো কাজে মোটিভেট করুন।
  • তাকে সম্মান দিন। সুন্দর আচরণ করুন।
  • তার দুর্বল জায়গায় কখনো আঘাত করবেন না।
  • ভিন্ন কিছু করার চেষ্টা করুন যাতে সে খুশি হয়।
  • তার প্রশংসা করুন তবে অতিরিক্ত নই।

Fiya
fiya
241 Points

Popular Questions