কীভাবে মেয়েদের প্রতি আকৃষ্টতা কমানো যায়? আমি একজন বিবাহিত কিন্তু রাস্তায় মেয়েরা এমন সাজগোজ করে, আকর্ষণীয় হয়ে চলে; না তাকিয়ে থাকা যায় না। কিভাবে এমন পরিস্থিতি থেকে বের হতে পারি?

1 Answers   14.3 K

Answered 2 years ago

যেসব পুরুষদের ঘরের বউ রেখে অন্যদের বউ ভালো লাগে তাদের জন্য একটা সুন্দর পরামর্শ............

হুজুর......

আমার স্ত্রী কে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি, তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি।

যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবুল করলো, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে।

আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী।

বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেলো, আমার মনে হলো, প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী।

হুজুর উত্তরে বললেন, আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বললো, হ্যাঁ হ্যাঁ, বলুন।

হুজুর বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়িকুত্তা গুলোকে তোমার বেশি সুন্দরী মনে হবে।

লোকটি অধীর আগ্রহে জানতে চাইলো, কিন্তু হুজুর কেন এমনটা মনে হবে?

সমস্যাটা কোথায় হচ্ছে?

হুজুর ব্যাখ্যা করে বলতে লাগলেন,

শোনো, সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয়। সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায়, আল্লাহর ডর-ভয়, লাজ-শরমও যখন মানুষের চলে যায়, তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরে না।

আর তোমার সমস্যাটা হচ্ছে,

তুমি হারাম এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না।

আল্লাহকে ভয় করতে থাকো।

দেখবে সমস্যা সমাধান হয়ে গেছে।

আল্লাহ আমাদের বিধান মেনে চলার তৌফিক দান করুক।

Rocky Khan
Rocky Khan
547 Points

Popular Questions