কীভাবে ভাল ছাত্র হবো?

1 Answers   3.2 K

Answered 2 years ago

    সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন।
    মোবাইলের আসক্তি থেকে বিরত থাকুন।
    গেজেট এর আসক্তি থেকে দূরে থাকুন।
    পড়াশোনার পাশাপাশি প্রতিদিন নিয়ম করে লেখালেখি করুন।
    পড়ার সময় লিখে লিখে পড়ুন।
    রুটিন মাফিক চলুন।
    নিজের মধ্যে জানার আগ্রহ গ্রো করতে হবে।
    অনলাইনে নিয়ম করে আসুন।
    অনলাইনে কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না, এতে পড়াশোনায় চাপ বাড়ে।
    বন্ধু সংখ্যা সীমিত করে ফেলুন।
    নেতিবাচক, মিথ্যাবাদী, প্রপাগান্ডাবাজ লোকদের থেকে দূরে থাকুন।
    প্রয়োজন ছাড়া বাহিরে ঘোরাঘুরি করা যাবে না।
    স্মোকিং করার অভ্যাস ছাড়তে হবে। কারণ নিকোটিনের অভাব হলে বারবার বাসা থেকে বের হতে হয়।
    রিডিং রুম অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো হওয়া চাই।
    পড়ার রুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে।
    পড়ার টেবিলে বেশি বই রাখার প্রয়োজন নেই। প্রয়োজনীয় বইগুলিই শুধু সামনে রাখুন।
    তবে পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আপনার প্রিয় গান সমূহ শুনুন।
    মাঝে মাঝে মুভি দেখুন -- এসব আপনাকে পড়াশোনায় উদ্বুদ্ধ করবে।

Kanij Bonne
kanijbonne
539 Points

Popular Questions