কীভাবে ভালো থাকা যায়?

1 Answers   10.4 K

Answered 2 years ago

অনেক অনেক ধন্যবাদ। এই পৃথিবীতে সবাই ভালো থাকতে চায়। কেউ পায় কেউবা হারায়। ভালো থাকা মানে সুখে থাকা। আর সুখে থাকা বলতে আমরা অর্থবিত্ত আভিজাত্যকে বুঝে থাকি। আসলে কি তাই, প্রচুর অর্থ আর আভিজাত্য কী মানুষকে প্রকৃত সুখ এনে দিতে পারে?? এবার কিছু ইতিহাসের পাতায় থেকে উদাহরণ দেওয়া যাক।

১# পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, microsoft- founder. বিল গেটস ২৭ বছর পরে দাম্পত্য জীবনের বিবাহ বিচ্ছেদ ঘটে।

২# বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত বিশ্ববরেণ্য প্রেসিডেন্ট, লৌহ মানব, ভ্লাদিমির পুতিন ২ কন্যার জনক ২০১৩ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে।

৩# বিশ্ব চ্যাম্পিয়ন, ক্রিকেটার, প্রেসিডেন্ট ইমরান খান প্রনয় সূত্রে বিবাহিত ৯ বছরের দাম্পত্যজীবন 2004 সালে অবসান ঘটে।

৪# তিন বাহিনীর প্রধান প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ ভালোবেসে বিদিশাকে (পূর্বে অন্যের স্ত্রী ছিল) বিয়ে করে সংসার গড়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নঃ ডিভোর্স কেন?? জবাবঃমানুষ তো ভুল করে এটা আমার জীবনের বড় ভুল।

এমন অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে যারা পরিচয় ও প্রনয় সূত্রে প্রেম করে বিয়ে করেছেন। সকলে আভিজাত্য ও অর্থসম্পদ অসীম ধনকুবের মালিক। কথায় বলে বড় প্রেম কাছে টানে না দূরেও ঠেলে দেয়। আসলে সুখ একটি ভিন্ন ব্যাপার যেগুলি বিশাল অর্থের ফ্রেমে আটকানো যায়না। যে বেশী আশা করে সে গরীব। যার অল্প আছে সে গরীব নয়। সে-ই ভালো প্রকৃত সুখী। নিজেকে ভালো মনে করুন। এভাবে ভালো থাকা যায়।

Naznin Nahar
babynaznin05
271 Points

Popular Questions