কীভাবে ফুডপান্ডা ভাউচার কোড দিয়ে অনেকে ব্যবসা করে (অনেককেই দেখলাম ভাউচার দিয়ে কম দামে পণ্য কিনে আবার এইগুলিই স্থানীয় বাজারে বিক্রি করে)?

1 Answers   12.3 K

Answered 2 years ago

মনে করুন ৫০০ টাকার অর্ডারে ১০০ টাকা ছাড় এমন অফার দেয়া হলো, ১০০ টাকা ছাড় পেতে অর্ডার দেয়ার সময় vajajjdkdk কোডটি ব্যবহার করতে হবে। আপনি ফুডপান্ডায় অর্ডার করার সময় সেই ভাউচার ব্যবহার করে ৫০০ টাকার পন্য ৪০০ টাকায় পেলেন এবং তা স্থানীয় বাজারে ৪৫০ টাকায় বিক্রি করে দিলেন। তাহলে আপনার লাভ ৫০ টাকা। গট ইট??


Agroni Khatun
agroni
228 Points

Popular Questions