কীভাবে ফাইভারে বেশি বেশি কাজ পাওয়া যায়?

1 Answers   3.9 K

Answered 2 years ago

ফাইভারে বেশি বেশি কাজ পেতে হলে -

★ অনলাইনে বেশি সময় একটিভ থাকতে হবে। বিশেষ করে রাতের বেলা একটিভ থাকার চেষ্টা করবেন।

★ গিগের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন অপটিমাইজ করা থাকতে হবে। টাইটেল, ডেসক্রিপশনে কিওয়ার্ড থাকতে হবে।

★ প্রতিদিন ১০ টা অফার পাঠানোর চেষ্টা করতে হবে।

★ বায়ার নক দিলে সাথে সাথে রেসপন্স করতে হবে এবং কিভাবে কাজ করবেন তা বুঝিয়ে বলতে হবে। তাড়াহুড়া না করে বায়ার কি চায় সেটা বুঝে তারপর উত্তর করবেন।

★ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিগ মার্কেটিং করতে হবে।

★ বিভিন্ন কাজের পোর্টফোলিও রেডি রাখতে হবে, যাতে বায়ার পূর্বের কাজের স্যাম্পল দেখতে চাইলে তা দেখাতে পারেন।

এগুলো করলেই আপনি ইনশাল্লাহ কাজ পাবেন। ধন্যবাদ।


Miraz Ahmed
mirazahmed
118 Points

Popular Questions