কীভাবে দিনে ১ ডলার করে অনলাইন থেকে আয় করা যায়?

1 Answers   11.1 K

Answered 2 years ago

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনি অনলাইন থেকে শুধু ১ ডলার না তার থেকেও বেশি ইনাকাম করতে পারবেন। কিন্তু আপনাকে ধৈর্যশীর হতে হবে এবং পরিশ্রম করতে হবে। আপনি বিভিন্ন পোষ্টে দেখে থাকবেন প্রতিদিন ১ ডলার ৫ ডলার ইনকাম করুন খুব সহজে Apps থেকে বা Add দেখে গেইম খেলে। এগুলো খুবই ফালতু। আপনি যদি সঠিক ভাবে ভালো মানের টাকা কামাতে চান তাহলে আপনি Youtube, Facebook এ ভিডিও আপলোড করতে পারেন বা ব্লগ লেখার মধ্যমেও টাকা ইনকাম করতে পারেন। কিন্তু এসব বিষয় আপনাকে পর্যাপ্ত প্রশিক্ষন নিতে হবে।


Mostofa
mostofa
452 Points

Popular Questions