কীভাবে দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাব?
0
0
1 Answers
10.5 K
0
Answered
1 year ago
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে হলে আপনাকে বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামে পাস করতে হবে। এক্সামে আবেদনের সময় আপনাকে ক্যাডার চয়েজে ফরেন এফেয়ার্স চয়েজ লিস্টে সবার উপরে দিতে হবে। যদি এক্সামে পাস ও করেন তাও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে আপনাকে ১৫বছর অপেক্ষা করতে হবে।
rayhanrafi publisher