কীভাবে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজেকে নিরাপদ রাখা যায়?

1 Answers   11.5 K

Answered 1 year ago

পুরো ঢাকা শহরটাই দুষ্টলোক দিয়ে ভরে গেছে। শুধু মোহাম্মদপুর না। ঢাকার প্রতিটা এলাকায় বদ লোক আছে, খারাপ মানুষ আছে। সেই সাথে আছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং ছাত্রলীগের মতোই ভয়ঙ্কর। আসলে সমস্ত খারাপ মানুষেরা পুরো বাংলাদেশে থেকে ঢাকায় এসে জড়ো হয়েছে। তাই ঢাকার এই গজব অবস্থা। বখাটেরা আপনার মোবাইল থাবা দিয়ে নিয়ে যাবে। টহল পুলিশ এসে অযথাই আপনাকে থানায় নিয়ে যাবে। তাতে তাদের বাড়তি কিছু টাকা আসবে। টাকার জন্য টহল পুলিশ এরকম প্রতিদিন করে। আপনি সহজ সরল জীবনযাপন করুণ। মন্দ মানুষদের সাথে মিশবেন না। একশ হাত দূরে থাকবেন। ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করবেন। গলির মোড়ে আড্ডা দিবেন না। রাস্তার পাশের দোকান গুলো থেকে চা খাবেন না। সন্ধ্যার পর বাইরে যাবেন না। মানুষ আপনাকে রাগাবে, হয়তো অপমানও করবে, তুচ্ছ তাছিল্য করবে- আপনি শুধু সহ্য করে যাবেন। কোনো আলাপে যাবেন না। নইলে মানুষের সাথে প্রতিদিন ঝগড়া হবে। মনে রাখবেন, বাংলাদেশের ৮৫% মানুষ ইতর শ্রেনীর। সবচেয়ে ভালো হয় একাএকা থাকা। প্রয়োজনে বই পড়ুন, ভ্রমন করুণ, মুভি দেখুন। কিছু ভালো না লাগলে- বিকেলবেলা একাএকা হাঁটুন। কারো সাথে বন্ধুত্ব করতে গেলেই ক্যাচাল বাজবে। তাই একা থাকাই ভালো। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। পরিবার নিয়ে ব্যস্ত থাকুন। নিজের কাজ/লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকুন। আর উন্নত কোনো দেশে চলে যেতে চেষ্টা করুণ। এই দেশে আনন্দ নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। খেয়াল করে দেখবেন যাদের সামর্থ আছে- তাঁরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। মোহাম্মদপুর না বাংলাদেশের কোথাও আপনি নিরাপদ না। বাসা থেকে বের হলেই যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। ফুটপাত দিয়েও আরাম করে হাঁটতে পারবেন না। ফুটপাত দিয়ে বাইক চলে। প্রতিটা এলাকায় আছে ভয়ানক কিশোর গ্যাং। আছে মাদকসেবী। আছে ছাত্রলীগ। আছে খারাপ পুলিশ। আছে পাতি নেতা। আছে চোর বাটপার। আছে ধান্দাবাজ। কাজেই নিজেকে নিরাপদ রাখা চারটেখানি কথা নয়- এই শহরে। আমি একাএকা থাকি। বই পড়ি। গান শুনি। লিখি। মুভি দেখি। তবু কারো সাথে মিশি না। বেশ ভালো আছি।
Abu Toha
abutoha
129 Points

Popular Questions