কীভাবে কেউ কোনও জিনিসের স্পর্শ না করে ওজন মাপতে পারে?

1 Answers   12.9 K

Answered 2 years ago

অনেক গুলো অপশন মাথায় আসছে


বস্তু টা কে একটা পাত্রে রাখা যেতে পারে যে পাত্রের ওজন আগেই জানি, তারপর বস্তুসহ পাত্রের ওজন মেপে পাত্রের ওজন বিয়োগ করলে বস্তুর ওজন পেয়ে যাব।

বস্তুটি যদি চৌম্বক পদার্থ হয় তো চুম্বকের সাহায্যে নিক্তি বা দাড়িপাল্লা ই তুলে ওজন করলে ই হয়।

বস্তুটি একটি জল ভর্তি পাত্রে ফেলে দিয়ে যে পরিমাণ (আয় তন) জল অপসারণ করছে তার সঙ্গে বস্তুর ঘনত্ব জানা থাকলে গুন করে ভর পেয়ে যেতে পারি।

বস্তুটির আপেক্ষিক তাপ জানা থাকলে কিছু পরিমাণ তাপ দিয়ে তাপমাত্রার পার্থক্য পরিমাপ করে H= m s t সূত্র ব্যবহার করে ভর মাপা যেতে পারে।

বস্তুটিকে সুতোর সাহায্যে বেঁধে পেন্ডুলামের মত দুলিয়ে ও কম্পাঙ্ক পরিমাপ করে করা যেতে পারে ( T= 2π✓I/mgr)


Zahir Ahmed
zahirahmed
335 Points

Popular Questions