কীভাবে ওঁ উচ্চারণ করতে হয়? এটি তো "অ-উ-ম" তিনটি ধ্বনির সমষ্টি। কিন্তু মন্ত্রের শুরুতে এটিকে "ওং" বলে বাংলার বিভিন্ন জায়গায় উচ্চারণ করা হয় কেন?

1 Answers   2.1 K

Answered 1 year ago

যদি সঠিক ধ্বনির কথা বলেন, তাহলে অউম বলতে হবে। অ ধ্বনি আপনার পেট থেকে আসবে। উ ধ্বনি আপনার বুক থেকে উত্পন্ন হবে। ম ধ্বনি আপনার মস্তিষ্কে প্রতিধ্বনিত হবে। এই তিনটি ধ্বনির সমাবেশ হবে অউম। যাকে আমরা লিখি ওঁ। যদি আপনি শিখ ধর্ম দেখেন, তাহলে তাদের গুরু গ্রন্থ সাহেবের প্রথম কথা হলো ইক ওংকার। সর্বশক্তি বা আদি শক্তি এক। যেই ভাবে আমরা হিন্দিতে এক লিখি १ এর লম্বা দাঁড়ানো ভাগের দাগটা যদি সোজা করে দেওয়া হয়, তাহলে যেমন দেখাবে তা হলো তাদের ভাষায় এক। এবং তাদের প্রথম ও মুখ্য বা মৌলিক কথা হলো ইক ওংকার। সৃষ্টিকর্তা এক। তাই ঐ ভাবে এক লেখাকে তারা পবিত্র মনে করে। তাদের ভাষায় অোংকার কথাটা এসেছে অোম+আকার থেকে। এক ওম আকার। এটি তারা উচ্চারিত করে ইক ওংকার বলে। তাই ওম আর ওং এর মৌলিক অর্থে কোনো তফাত নেই। তারা বলে “ওয়াহে গুরু-পরব্রহ্ম-অকালপুরখ” যার অর্থ Absolute- Transcendent-Immanent। স্বয়ং সম্পূর্ণ- দৃষ্টিগোচর পৃথিবীর চেয়ে বৃহত, সর্ববিদ্যমান- অন্তস্থ পরিপূরক। এই শক্তিকে বোঝানোর জন্য তারা লেখে ੴ । এক ওংকার। তাহলে আপনি দেখতে পাচ্ছেন তাদের ভাষায় ১ ও তার পরে আমরা যেই ভাবে ওঁ লিখি তার সাথে সাদৃশ্য রাখে এমন একটি অক্ষর। তাদের আমি সারা জীবন ইক ওংকার বলতে শুনেছি। বাংলায় কি কেউ ওং বলে, হলে- তা আমার জানা নেই। তবে প্রকৃত উচ্চারণ হবে ওউম।
Rashidul islam
rashidulislam
390 Points

Popular Questions