কীভাবে একাডেমিক শিক্ষা ছাড়া অ্যাপ ডেভেলপার হওয়া যায়?

1 Answers   7.5 K

Answered 2 years ago

প্রথমেই বলবো - একাডেমিক শিক্ষা ছাড়া অ্যাপ ডেভেলপার হওয়ার চিন্তাটা বাদ দেয়া যায় কিনা সেই চেষ্টা করুন।


কেন বলছি এটা?


কারণ একটি এপস ডেভেলপমেন্ট মানে শুধুই হাজার লাইন কোড করা নয়। আপনাকে সফটওয়্যার ডিজাইন বুঝতে হবে, আর্কিটেকচার বুঝতে হবে। প্রাসঙ্গিক আরও কিছু টপিক জানতে হবে। একটি প্রতিষ্ঠানে যখন জব করতে যাবেন, সেখানে টিম আকারে কাজ করা লাগবে। তখন প্রজেক্ট ম্যানেজমেন্ট এর ধারণাও কাজে লাগবে। এই অভিজ্ঞতা গুলো একা একা হবে না।


আপনি বলতে পারেন, অনেক ডেভেলপার আছে যারা একাডেমি পড়ে নাই। সেটা সত্য, কিন্তু বোঝার চেষ্টা করুন - সবার ব্যাকগ্রাউন্ড এক না। সবাই একইভাবে সব কিছু শিখতে পারে না বা সবসময় একজন মেন্টর কাছে পায় না। তাই একাডেমির সাথে থাকা গুরুত্বপূর্ণ। একাডেমি আপনাকে ধাপে ধাপে এই টপিকগুলোর সাথে পরিচিত করবে।


যদি একান্তই একাডেমিক লেখাপড়া সম্ভব না হয় তাহলে -


আমি সাজেস্ট করবো ঝংকার মাহবুব ভাইয়ার তৈরী এই সিলেবাস ফলো করতে। যদি সম্ভব হয় নিচের এই টপিকগুলো নিয়ে আলাদা করে কোর্স করুন বা অনলাইনেও ফ্রি কোর্স পাবেন, দেখতে পারেন। গুগলে সার্চ করলেই ইউটিউব ভিডিও বা ব্লগ চলে আসবে এসব টপিকের।


১. Introduction to Programming Language


২. Basic Data Structures


৩. Introduction to Algorithms


৪. OOP and Python Programming


৫. Database Management


৬. Server, deploy, and Cloud computing


৭. English and Professionalism for Programmers


(মূল সিলেবাস সামান্য edit করেছি)


আর এপস ডেভেলপমেন্ট নিয়ে ভাল কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করুন। নিজের অভিজ্ঞতায় দেখেছি, সরাসরি একজন মেন্টরের পরামর্শ বিগিনারদের চলার পথে অনেক সাহায্য করে।


Megla Akash
meglaakash
299 Points

Popular Questions