Answered 2 years ago
ভাল মাণের ওয়েবসাইট বানানোর জন্য আপনার অবশ্যই প্রফেশনাল ডভেলপার দিয়েই সাইটটি বানানো উচিৎ হবে। আমি নিজে ওয়েব ডেভেলপার বলে বলছি না। আপনার মনে রাখতে হবে, ভাল মাণের এবং ভাল পারফর্মেন্সের ওয়েবসাইট সে বানাতে পারবে, যে এগুলোর আদ্যোপন্ত ভালভাবে জানেন এবং এ নিয়ে আপনাকে আইডিয়া দিতে পারবেন। আমি এখানে ওয়ার্ডপ্রেস সাইটের পারফর্মেন্স নিয়ে একটি ভিডিও শেয়ার করলাম। ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনিও যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন, আপনিও একটি ভাল মাণের ওয়েবসাইট বানাতে পারবেন। একানে কয়েকটি পয়েন্ট আছে যেগুলো শুধু ওয়ার্ডপ্রেস নয়, যে কোন ওয়েবসাইট এর ক্ষেত্রে প্রযোজ্য
Masum publisher