কীভাবে একজন ছোট দোকানদার থেকে মিলিয়নিয়ার হওয়া যায়?

1 Answers   9.3 K

Answered 2 years ago

কি মনে হয়ে একার কাজ দ্বারা মিলিয়নার হওয়া সম্ভব? কখনো না। টিম ওয়ার্ক এর মাধ্যমে এটা অর্জন করা সম্ভব। যেখাবে সবাই সবাইকে হেল্প করবে নিজেদের জন্যই। এখন আপনি বলুন কি আইডিয়া আছে আপনার কাছে যার মাধ্যমে টিম ওয়ার্ক করবেন আর মিলিয়নিয়ার হবেন? অবশ্য আমার কাছে এমন একটি রানিং প্লান আছে যা আমি ফলো করি প্রতিদিন। আজ যে সব মানুষ মিলিয়নিয়ার তারা কি আইডিয়া দিয়ে এই পজিশন অর্জন করে আপনাকে তার কাছাকাছি ভিন্নধর্মী কোন আইডিয়া নিয়ে আগাতে হবে। কিন্তু যখন আপনি ব্যর্থ হবে তখন আরো শক্ত হয়ে নিজ আইডিয়ার উপর ভরসা রাখতে পারলে আপনি অনন্ত রাস্তা হারিয়ে ফেলবেন না। আর একবার দৌড়াতে শিখে গেলে আপনি পাইলট মুডে চলে যেতেও পারেন। সব চাইতে বড় ইনভেস্ট হচ্ছে মাইন্ডসেট। কোন এক সফল লোক বলেছেন "যখন তুমি সঠিক প্লান করো তোমার অর্ধেক কাজ হয়ে যায়"। হাল ছেড়ো না বন্ধু।


Niloy Rana
niloyrana
460 Points

Popular Questions