কীভাবে ইংরেজিতে শূণ্য থেকে পারদর্শী হব?

1 Answers   12.6 K

Answered 2 years ago

কোন কিছুতে দক্ষতা অর্জন করতে সময় লাগে অনেক। সাকিব-আল-হাছান যে এত ভালো ক্রিকেট খেলে বা মেসি এত ভালো ফুটবল খেলে, খোঁজ নিয়ে দেখেন তারা কত হাজার ঘন্টা প্রাকটিস করেছে। তাড়াহুড়া করে ইংরেজিতে পারদর্শী হতে পারবেন না। কিছু গ্রামাটিক্যাল টপিক জানতেই হবে ইংরেজিতে ভালো হওয়ার জন্য। আর বই ক্লাস ৫ম-১২শ শ্রেনীর ইংলিশ ফর টু ডে বাংলা ব্যাখা সহ খুটিনাটি সব কিছু পড়ে ফেলুন। ইংরেজি শেখার জন্য এর চাইতে ভালো বই আর হয় না। আমি এই বই পড়েই ইংরেজি শিখেছি, অথচ সবাই এই বই খুব অবহেলা করে। এই ভিডিওতে আমি তুলে ধরেছি কি কি করতে হবে ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য।

Masum
Masum
291 Points

Popular Questions